ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ইসলামী ব্যাংকে দুই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের ১২৫তম ব্যাচ চালু করেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইন্টার্নশিপ প্রোগ্রামে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ পর্যায়ের ১২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
 
সোমবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোগামের উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আইবিটিআরএ’র মহাপরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইবিটিআরএ’র পরিচালক প্রশাসন মোহাম্মদ রোকনউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ও অনুষদ সদস্য সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক প্রশিক্ষণ মো. ওসমান গণি।
 
এসময় মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক একটি আদর্শভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। মানুষের সার্বজনীন কল্যাণ সাধনই এ ব্যাংকের মূল লক্ষ্য। তিনি প্রশিক্ষণের মাধ্যমে ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমুখী ব্যবস্থাকে ধারণ করে এর বার্তা সমাজে ছড়িয়ে দেয়ার জন্য ইন্টার্নিদের প্রতি আহ্বান জানান।

এসআই/এসকেডি/আরআইপি