ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিলুপ্ত ছিটমহলে ইসলামী ব্যাংকের ঋণ প্রদান

প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

কুড়িগ্রামের সদ্যবিলুপ্ত ছিটমহল বড় গাওচুলকার উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদান করেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংকের ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে সম্প্রতি বিনিয়োগ প্রদান  কর্মসূচি আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করেন  বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।

এসময় ১৮টি পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসা, গবাদি পশু, হাঁস-মুরগি পালন ও অটোরিকশা ক্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ প্রদান করা হয়।

ইসলামী ব্যাংকের রংপুর জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শহীদুল্লাহর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এ.জে.এম. এরশাদ হাবিব, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখাপ্রধান মো. আনোয়ার হোসেন।

এসআই/এএইচ/আরআইপি