ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্য মেলায় এখনও চলছে স্টল তৈরির কাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২০

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৬ দিন পেরিয়ে গেছে। চলছে ১৭তম দিনের মেলা। মাঝখানে পার হয়ে গেছে দর্শনার্থীদের ভিড়ের একাধিক সাপ্তাহিক ছুটির দিনও। তবে মাসব্যাপী মেলার অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মেলার অনেক স্টল অসম্পূর্ণ হয়ে আছে। শেষ হয়নি কাজ। এতে এক দিকে যেমন মেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বিরক্ত হচ্ছেন দর্শনার্থীরা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সব দিকেই রয়েছে অসম্পূর্ণ স্টল। ভিআইপি গেট থেকে সার্ভিস গেট পর্যন্ত বিভিন্ন জায়গায় এখনও চলছে স্টল প্রস্তুতের কাজ। দর্শনার্থীদের কানেও বাজছে ঠকঠক কাঠ, হাতুড়ি ও পেরেকের আওয়াজ। যা বিনোদনের বদলে দর্শনার্থীদের জন্য বিরক্তকর।

কাজ শেষ না হওয়া এসব স্টলের সবগুলোই ছোট প্রতিষ্ঠানের। টিনের বেড়া দিয়ে তৈরি হচ্ছে এসব স্টল। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, এসব স্টলে দেশীয় পণ্য বিক্রি করা হবে।

fair-1

ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম দিকে একটু আগালেই চোখে পড়ে এমন একটি স্টল। স্টলটি তৈরির কাজে ব্যস্ত থাকা মিলন নামের একজন বলেন, 'মেলার শুরুতে ক্রেতা তেমন থাকে না। তাই শুরুতে স্টল তৈরির কাজ করা হয়নি। তবে এখন মেলা জমে উঠছে। আমরাও দুই একদিনের মধ্যে কাজ শেষ করে পণ্য নিয়ে আসব।'

মেলার মূল গেট দিয়ে প্রবেশের পর সোজা দক্ষিণ দিকে গেলেও চোখে পড়ে অসম্পূর্ণ স্টল। এর মধ্যে টিনের বেড়া দেয়া একটি স্টলে দুটি মোবাইল নম্বর ঝুলিয়ে রাখা হয়েছে। এর একটি নম্বরে ফোন করা হলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, স্টল ভাড়া হয়ে গেছে। এই বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

fair-2

মেলায় সবচেয়ে বেশি অপ্রস্তুত স্টল দেখা গেছে পশ্চিম দিকে। এদিকে বেশকিছু স্টল অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। একটি স্টলের মেরামত কাজে ব্যস্ত আফজাল হোসেন বলেন, 'আমরা দু-দিন ধরে কাজ করছি। শিগগিরই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এখনে কী ধরনের পণ্য তোলা হবে এটা আমরা সঠিক বলতে পারব না। তবে মনে হচ্ছে কাপড়চোপড় তোলা হতে পারে।'

এদিকে মেলায় অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরও এমন অসম্পূর্ণ স্টল দেখে বিরক্তি প্রকাশ করে রাইফা হাসান নামের এক দর্শনার্থী বলেন, 'এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে দেশি ক্রেতা-দর্শনার্থী যেমন আসে তেমনি বিদেশি ক্রেতা-দর্শনার্থীরা আসেন। মেলায় এ ধরনের চিত্র কাম্য নয়। এতে আমাদের সুনাম নষ্ট হবে। আয়োজকদের উচিত মেলা শুরু হওয়ার আগেই স্টল তৈরির কাজ শেষ করার পদক্ষেপ নেয়া।'

রিয়াদ নামের আরেকজন বলেন, 'বাণিজ্য মেলায় মানুষ শুধু কেনাকাটা করার জন্য আসে না, অনেকে বিনোদনের জন্য ঘুরতে আসেন। কিন্তু মেলার মধ্যে যদি অনবরত স্টল তৈরির ঠকঠক আওয়াজ কানে আসে তাহলে বিনোদন কেমনে হয়। বরং এটা চরম বিরক্তি দেয়।'

এমএএস/এফআর/পিআর