ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লেনদেনে চাঙ্গা হলেও অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন

প্রকাশিত: ০৬:৩০ এএম, ০২ অক্টোবর ২০১৫

সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহ শেষে দুই স্টক এক্সচেঞ্জেই প্রধান সূচক কিছুটা বাড়লেও অন্যান্য সূচকে ছিল নেতিবাচক প্রভাব। পতন হয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। তবে সপ্তাহের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৩৪ দশমিক ৩৬ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৯ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪২৪ টাকা। আগের সপ্তাহের তুলনায় ৪৪৭ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৯৭৬ টাকা বা ৩৪ দশমিক ৩৬ শতাংশ বেশি। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১ হাজার ৩০২ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৪৪৮ টাকা।

গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহ শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৮ দশমিক ৯ পয়েন্ট বা  দশমিক ৭৫ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশমিক ৮২ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে অবস্থান করছে ১৬ দশমিক ৯৯ পয়েন্টে।

অন্যদিকে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক কমেছে দশমিক শূন্য ১৫ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে  দশমিক ১৭৭ শতাংশ। আর সার্বিক সূচক  সিএসইএক্স বেড়েছে দশমিক ০০২৯ শতাংশ।

সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১১১ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ৬৯৭ টাকা।

এসআই/এআরএস/এমএস