ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

২৭-৩১ জুলাই বন্ধ থাকবে ডিএসই

প্রকাশিত: ০৫:১২ এএম, ১০ জুলাই ২০১৪

দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৭ জুলাই রোববার থেকে ৩১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এরপর দুইদিন শুক্র এবং শনিবার হওয়ার আগামী ৩ আগস্ট রোববার থেকে ডিএসইর লেনদেন যথা সময়ে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।

এই সময়ে ডিএসইর অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর ডিএসইর অফিস সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। যা রমজান উপলক্ষে চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।