ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ভারতে পাট রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

প্রকাশিত: ১১:৪৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

ভারতের বাজারে পাট রফতানির উপর নিষেধাজ্ঞা ও তুলা আমদানিতে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন-এর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।

এসময় মন্ত্রী আগামী ১৫-১৮ ডিসেম্বর কেনিয়ার নাইরোবিতে ডব্লিউটিও’র ১০ম মিনিস্টারিয়েল কনফারেন্সে এলডিসি প্যাকেজের প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানালে ভারতের বাণিজ্যমন্ত্রী প্রস্তাব সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে পাট রফতানি এবং তুলার শুল্কহারের বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণায়ের সাথে কথা বলে সমস্যা সমাধান এবং বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানির ক্ষেত্রে বাধাসমুহ দূর করার আশ্বাস প্রদান করেন।

তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনকে অবহিত করেন, বাংলাদেশ বর্তমানে এলডিসি ভুক্ত দেশ সমুহের সমন্বয়কের দায়িত্ব পালন করছে। অতি সম্প্রতি জেনেভা সফরের সময় তিনি এলডিসি ভুক্ত দেশ সমুহের রাষ্ট্রদূত এবং ডব্লিউটিও’র মহাপরিচালকের সাথে বৈঠক করে উল্লিখিত সম্মেলনের এলডিসি ভুক্ত দেশসমুহের এজেন্ডা সম্পর্কে মতবিনিময় করেন।

সেখানে প্রতিশ্রুতি মোতাবেক এলডিসিভুক্ত দেশ সমুহ সুযোগ সুবিধা পাচ্ছে না। এলসিডিভুক্ত দেশ সমুহের জন্য হংকং মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি প্রবেশাধিকার প্রদানের সিদ্ধান্ত হয়।

ওষুধ রফতানির ক্ষেত্রে ট্রিপস-এর মেয়াদ বৃদ্ধি, সার্ভিস ওয়েভার প্রদান, রুলস অফ অরিজিন বিষয়ে গৃহীত সিদ্ধান্ত উন্নত বিশ্বের অনেক দেশ বাস্তবায়ন করছে না। এ বিষয়ে আসন্ন ১০ম মিনিস্টরিয়েল কনফারেন্সে এলডিসি প্রস্তাবনা উত্থাপন করা হবে। বাংলাদেশের এ সকল প্রস্তাব সমর্থনের আশ্বাস দিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন।

বাণিজ্যমন্ত্রী ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত  সাউথ এশিয়া ইকোনমিক সম্মেলনে যোগদান শেষে বুধবার দেশে ফেরার কথা  রয়েছে।

এসআই/এসকেডি/পিআর