ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো দুই মাস

প্রকাশিত: ১০:৫০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

আয়কর রিটার্ন দাখিলের সময় সীমা আরো দুই মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এনবিআরের জন সংযোগ কর্মকর্তা সৈয়দ্ এ মু’মেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআর বলছে, পবিত্র হজ পালন ও ঈদুল আজহা উদযাপনসহ বিবিধ কারণে বিভিন্ন অফিস/প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং দূর্গাপুজা আসন্ন বিধায় রিটার্ন প্রস্তুতের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে আরো সময় প্রয়োজন ।

এছাড়া দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠন আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিতকরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে।

এমতাবস্থায়, সম্মানিত করদাতাদের সুবিধার্থে ব্যক্তি শ্রেণি করদাতাসহ অন্যান্য করদাতাগণের (কোম্পানি করদাতা ব্যতীত) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ নভেম্বও পর্যন্ত বৃদ্ধি করা হলো।

এসএ/এসকেডি/আরআইপি