ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

তৈরি পোশাক শিল্পে আর্থিক সহযোগিতা দেবে জার্মানি

প্রকাশিত: ১০:২৫ এএম, ২৬ অক্টোবর ২০১৪

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে আর্থিক সহযোগিতা দিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় জার্মানি। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে জার্মানির একটি প্রতিনিধি দল সাক্ষাৎকালে এ নিয়ে কথা বলেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, গার্মেন্টস কারখানার উন্নয়নে জার্মানি ১০ মিলিয়ন টাকার একটি চুক্তি করতে চায়। আমরা জার্মানিতে ৫ বিলিয়নের কাছাকাছি রপ্তানি করি। তারা চায় পণ্য যেন আরো ভালভাবে যায়। এজন্য আমরা পণ্যের দাম বাড়ানোর জন্য বলেছি। এ প্রস্তাবে তারা আশ্বস্ত করেছে।

আগামী ৬ সপ্তাহের মধ্যে চুক্তি হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এজন্য তারা গার্মেন্টসে সামাজিক ও পরিবেশগত অবস্থা নিয়ে একটি সমীক্ষা করবে।

একক দেশ হিসেবে আগামী দিনে জার্মানি সব চেয়ে বড় রপ্তানিকারক দেশ হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।