লোকসানের মুখে চামড়া ব্যবসায়ীরা
জুট ব্যবসার পর এবার মৌসুমী চামড়ার ব্যবসায়ও স্থানীয় মাস্তান ও প্রভাবশালীদের দৌরাত্ব কমলেও বাজারে দেখা দিয়েছে মন্দাভাব। চামড়ার চাহিদা কম থাকায় বেশির ভাগ ট্যানারি মালিক চামড়া কেনা বন্ধ রেখেছেন। এছাড়া অনেকে পূর্ব নির্ধারিত দামে দামড়া কিনেছেন লোকসানের মুখে পড়েছেন।
জানা গেছে, সবচেয়ে বেশি লোকসানের মধ্যে পড়েছেন নতুন মূখের মৌসুমী চামড়ার ব্যবসায়ীরা। চামড়া কিনে সুবিধা করতে পারেনি তারা। প্রতিযোগিতায় নেমে তুলনামূলক বেশি দামে চামড়া কিনেছেন তারা। এখন বিক্রি করতে গিয়ে অনেকটা কেনা দামেই ছাড়তে বাধ্য হচ্ছেন।
রোববার সরেজমিনে রাজধানীর হাজারীবাগ এলাকা ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, তারা বেশি দামে চামড়া কিনে এখন লোকসান গুনছেন। কেনা দামের চেয়ে কমে চামড়া বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, মৌসুমী ব্যবসায়ীরা পূর্বাপর না ভেবে তড়িগড়ি করে চামড়া কিনেছেন। তবে প্রতিবারের মতো প্রকৃত মধ্যসত্বভোগী চামড়া ব্যবসায়ীরা ঠিক দামেই চামড়া কিনে লাভবান হয়েছেন।
এদিকে ঈদের আগে প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে সর্বোচ্চ ৫৫ টাকা। অথচ প্রতিযোগীতায় নেমে ৮০ থেকে ১শ` টাকা দরেও চামড়া কিনেছেন অনেকে।
আরএম/আরএস/পিআর