ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রোববার অফিস-ব্যাংক খুলছে

প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

রোববার অফিস-আদালত খুলছে। খুলবে ব্যাংক পাড়াও। ঈদের ছুটি শেষে কাল অফিস শুরু হবে।

গত বৃহস্পতিবার শুরু হয় ঈদুল আযহার ছুটি। শুক্রবার পালিত হয় ঈদুল আযহা। শনিবারও ছিলো ঈদুল আযহার ছুটি। যদিও শুক্র শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।

ছুটি শেষে রোববার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা যোগ দেবেন। তবে ঢাকায় পেশাজীবীদের ফিরতে আরো কয়েকদিন লেগে যাবে।

আর অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন তারা যোগ দিবেন আরো কিছু দিন পরে।

তবে অফিস পাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা। আর ঈদের শুভেচ্ছা বিনিময়। একই ভাবে ব্যাংক পাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।

এসএ/এমএএস/এমএস