ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আরএফএল’র পরিবেশকদের ইউরোপ ভ্রমণ

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

দেশের বৃহত্তম প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল সম্প্রতি প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরির ২৮ জন পরিবেশককে সপরিবারে ইউরোপ ভ্রমণের সুযোগ করে দিয়েছে। গত বছরের সেরা পারফরমেন্সের জন্য তাদের এ সুযোগ দেয়া হয়।

প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএফএল-এর বিভিন্ন ক্যাটাগরির ২৮ জন পরিবেশক সপরিবারে  ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি এবং ভ্যাটিকেন সিটির গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, সমুদ্র সৈকত, জলপ্রপাত উপভোগ করেন। এছাড়া জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সদর দফতর ভ্রমণ করেন আরএফএল-এর পরিবেশকগণ।  

এ প্রসঙ্গে আরএফএল-এর পরিচালক আরএন পল জানান, বিপণনে উৎসাহিত করতে প্রতিবছরই আমরা পরিবেশকদের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ করে দিই। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ ভ্রমণে পরিবেশকদের সঙ্গী হন আরএফএল-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (সিনিয়র জিএম) মো. জাহাঙ্গীর আলম এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তৌকিরুল ইসলাম।

একে/পিআর