ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৫ অক্টোবর ২০১৪

চাঁপাইনবাবগঞ্জে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুবলীগ নেতা মুনিরুল ইসলামকে হত্যার প্রতিবাদে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি আমিনুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দরে শুক্রবার সন্ধ্যায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুবলীগ নেতা মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মনিরুল ইসলামের সহকর্মী ও সমর্থকরা বন্দরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা জিরো পয়েন্টে লাঠিসোটা নিয়ে সকাল ১০টার দিকে অবস্থান নেন। ফলে আমদানি করা মালামাল নিয়ে ভারত থেকে কোনো ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে না।