ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আয়কর মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

প্রকাশিত: ১০:২২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

সাত দিনব্যাপী আয়কর মেলার শেষ দিনেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোরবানির ঈদ ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই করদাতাদের উপস্থিতিতে পুরো মেলা প্রাঙ্গন ছিল মুখরিত।

মেলা ঘুরে দেখা গেছে, অফিসার্স ক্লাবের টেনিস মাঠের দুটি প্যান্ডেলে রিটার্ন দাখিল, ফটোকপি বুথ, প্যান্ডেলের হেল্প ডেক্স, রিটার্ন দাখিল ও রিটার্ন গ্রহণ বুথ, খেলাঘর ভবনের নিচতলায় ব্যাংক বুথ, ই-টিআইএন বুথ, সংশোধন বুথ, ইউজার আইডিসহ ১৭২টি বুথে মানুষের ব্যাপক উপস্থিতি।

মেলায় রিটার্ন দাখিলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবসরপ্রাপ্ত সরকারি ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস সাত্তার জাগো নিউজকে বলেন, ব্যস্ততার কারণে মেলায় আসতে পারিনি। শেষ দিনে এত ভিড় হবে বুঝিনি। তারপরও রিটার্ন জমা দিতে হবে। কেননা, মেলার মতো সুবিধা আর অন্য সময় পাওয়া যাবে না।

ই-টিআইএন করতে আসা আব্দুর রহমান বলেন, প্রায় আধা ঘণ্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি উপেক্ষা করে মেলায় ই-টিআইএন করতে এসেছি। এখানে কম সময়ে ফি ই-টিআইএন করা যায় তাই এসেছি।

এনবিআরের হিসাব মতে, ছয় দিনে মোট আয়কর আদায় হয়েছে ১ হাজার ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা।

রাজধানীর অফিসার্স ক্লাবের ১৭২টি বুথের মধ্যে রয়েছে অফিসার্স ক্লাবের নিচতলায় বিভিন্ন কর অঞ্চলের করদাতাদের জন্য ৪১টি রিটার্ন, সোনালী ও জনতা ব্যাংকের চারটি বুথ ও উপকরণ সরবরাহ, কন্ট্রোল রুমসহ আরো পাঁচটি বুথ রয়েছে। যেখানে বৃহৎ করদাতা, প্রতিবন্ধী, সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য রয়েছে পৃথক বুথ।

অফিসার্স ক্লাবের টেনিস মাঠে রয়েছে ইটিআইএন রেজিস্ট্রেশনের জন্য ১২টি বুথ, ইটিআইএন সংক্রান্ত সহায়তায় ৩৫টি ল্যাপটপ ডেস্ক বুথ, ৫৬টি হেল্প ডেস্ক, ১০টি অধিক্ষেত্র বুথ, একটি তথ্য ও মিডিয়া বুথ এবং করদাতাদের চিকিৎসা দিতে একটি স্বাস্থ্য ডেস্ক।

গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে ৬ষ্ঠ তম সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসআই/এসএইচএস/আরআইপি