ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেষ হচ্ছে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মনোপলির যুগ

প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

মোবাইল অপারেটর কোম্পানিগুলোর যুগ শেষ হয়ে আসছে। নিজেদের নেটওয়ার্কের মধ্যে আটকে রাখার দিন শেষ। বিস্তৃত সব নেটওয়ার্কের মধ্যে বিচরণ করতে পারবে যেকোনো মোবাইল গ্রাহক। কখনো গ্রামীণ, কখনো বাংলালিংক আবার কখনো এয়ারটের ও রবি। একজন গ্রাহক তার নম্বর পরিবর্তিত না করে মোবাইল অপারেটর পরিবর্তনের সুবিধা নিতে পারবেন।

সম্প্রতি মোবাইল নম্বর পোর্টাবিলিটি বা এমএনপি চালু করার প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। সংশ্লিষ্টরা এই সুবিধাকে বাংলাদেশে মোবাইল যুগের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন।

সুত্র জানায়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দায়িত্ব নেয়ার পরই এমএনপি চালুর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রী অনুমোদন দেয়ায় এমএনপি চালুর জন্য এখন আর কোনো বাধা নেই।

এমএনপি চালু হলে মোবাইল ফোন গ্রাহকরা তাদের সুবিধা মতো ব্যবহৃত নম্বর অপরিবর্তিত রেখে নির্দিষ্ট হারে ফি দিয়ে বিদ্যমান যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। বিকেন্দ্রীকরণের এই সুবিধা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগে থেকেই চালু রয়েছে।

উল্লেখ্য, এমএনপি চালু হলে মোবাইল ফোন গ্রাহকরা অপারেটর পরিবর্তন করলে কমপক্ষে ৪৫ দিন নম্বরটি ব্যবহারের বাধ্যকতা আরোপ করা হয়েছে।

আরএম/বিএ