বিমা খাত শক্তিশালী হলে অর্থনীতির অগ্রগতি হবে
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেছেন, দেশের বিমা খাত যত শক্তিশালী হবে অর্থনীতির তত অগ্রগতি হবে। তবে যেভাবে দেশের বিমা খাতের অগ্রগতি ও প্রচার হওয়ার কথা ছিল সেভাবে হয়নি।
সোমবার বিআইএ সম্মেলন কক্ষে ইন্স্যুরেন্স রিপোর্টাস ফোরাম (আইআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
শেখ কবির হোসেন বলেন, দেশের অনেক ভবন রয়েছে যেগুলোর কোনো বিমা আছে কিনা জানা নেই। তবে ভবনের বিপরীতে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার সময় ভবনগুলোর বিমা করতে হয়। কিন্ত ভবন সম্পূর্ণ হওয়ার পর বিমার কার্যক্রম যথাযথভাবে পরিপালন করা হয় না। ফলে এক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। এজন্য দেশের বড় বড় স্থাপনাগুলো বাছাই করে সেগুলোর বাধ্যতামূলক বিমা করতে হবে। সকল স্থাপনাকে বিমা র আওতায় আনা হলে দুর্ঘটনার পর আর্থিক সংকট হতো না।
তিনি আরও বলেন, প্রতিনিয়ত অভিযোগ করা হয় যে লাইফ ইন্স্যুরেন্সগুলো বিমা দাবি পরিশোধ করে না। কিন্তু বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেই বোঝা যেত, প্রতি বছর কি পরিমাণ বিমা দাবি পরিশোধ করা হয় আর এর বিপরীতে কি পরিমাণ দাবি নিষ্পত্তির বাইরে থাকে।
আইআরএফ’র নেতাদের উদ্দেশ্যে বিআইএ প্রেসিডেন্ট বলেন, সাংবাদিকদের বিমা সম্পর্কে যথাযথ ধারণা প্রদানে বিআইএ`র পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। একই সঙ্গে বিমা সম্পর্কিত যে সব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় সেখানে ফোরামের সদস্যদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও পি কে রায়, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি কাজী মোরতোজা আলী, আইআরএফ আহ্বায়ক গোলাম সামদানি, সদস্যসচিব গাযী আনোয়ার, আশরাফুল ইসলাম, মনির হোসেন প্রমুখ।
এসআই/একে/আরআইপি