ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ন্যানো টেকনোলজির কারণে ড্রিংকইটের পানি শতভাগ বিশুদ্ধ

প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ভোক্তাদের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাশ্রয়ী মূল্যে আরএফএল বাজারে নিয়ে এসেছে ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার। এই ড্রিংকইটে ব্যবহার করা হয়েছে নেদারল্যান্ডের অত্যাধুনিক ন্যানো টেকনোলজি। শনিবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র সরোবরে আরএফএল-এর নতুন পণ্য বিশুদ্ধ পানির পিউরিফায়ার ড্রিংকইটের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

আরএফএল প্লাস্টিক-এর মার্কেটিং বিভাগ সূত্রে জানা গেছে, নাগালের মধ্যেই দাম রেখে ভোক্তাদের দোড়গোড়ায় নিরাপদ পানি পৌঁছে দিতে আরএফএল বাজারে নিয়ে এসেছে ‘ড্রিংকইট’ ওয়াটার পিউরিফায়ার। ফুটানো পানির চেয়েও নিরাপদ পানি পাওয়া যাবে এতে। ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ারে রয়েছে শক্তিশালী ব্যাকটেরিয়া, টারবিডিটি প্রোটোজোয়া, লৌহজাতীয় পদার্থ ও ভারী ধাতু দূর করে পানি বিশুদ্ধ করার ক্ষমতা।

ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার দিয়ে প্রতি ঘণ্টা ৪ থেকে ৫ লিটার পানি বিশুদ্ধ করা যাবে। একটি ওয়াটার পিউরিফায়ার কিট দিয়ে টানা দু’বছর পানি পরিশোধন করা যাবে। এছাড়া ড্রিংকইটের লাইফ ইন্ডিকেটর দিয়ে ব্যবহারকারীগণ পিউরিফায়ার কিটের কার্যকারিতা জানতে পারবেন।

আরএফএল প্লাস্টিক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ কুমার পোদ্দার জাগো নিউজকে বলেন, ড্রিংকইটে ব্যবহার করা হয়েছে নেদারল্যান্ডের অত্যাধুনিক ন্যানো টেকনোলজি। এর রয়েছে শতভাগ পানি বিশুদ্ধকরণ ক্ষমতা। শুধু তাই নয়, বিদ্যুৎ সাশ্রয়ী ও গ্যাসের প্রয়োজন ছাড়াই চলবে এটি।

আরএফএল প্লাস্টিক-এর হেড অব মার্কেটিং এসএম আরাফাতুল রহমান জাগো নিউজকে জানান, আমরা সব সময় ভোক্তাদের পাশেই থেকেছি। ভোক্তাদের পাশে থাকার চেষ্টার অংশ হিসেবেই আমাদের বিশুদ্ধ পানি সরবরাহের এ উদ্যোগ।

তিনি জানান, পানি বিশুদ্ধকরণ এ পণ্যটি এখন সারাদেশে আরএফএল ও বেস্টবাই বিপণি কেন্দ্রসহ সর্বত্র পাওয়া যাচ্ছে। ভোক্তারা চাইলে (বিনা চার্জে) হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

## বিশুদ্ধ পানির অপর নাম ড্রিংকইট

জেইউ/বিএ