ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আয়কর মেলা : তৃতীয় দিনে সংগ্রহ ২২৩ কোটি টাকা

প্রকাশিত: ০২:০২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় আয়কর মেলা ২০১৫-এর তৃতীয় দিনে ঢাকাসহ সারা দেশ থেকে সংগ্রহ হয়েছে দুইশ ২৩ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ছয়শ ৪৩ টাকা। এর বিপরীতে  ১৮ হাজার একশ ছয়জন করদাতা তাদের আয়কর বিবরণী দাখিল করেছেন। একই সঙ্গে তৃতীয় দিন এক লাখ ১৯ হাজার আটশ ৭৩ করদাতাকে সেবা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। শুক্রবার এনবিআরের  জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেলার প্রথম দিন আহরণ হয়েছিল একশ ৫৩ কোটি ২০ লাখ এক হাজার ৯৬২ টাকা। দ্বিতীয় দিন হয়েছে পাঁচশ ২৬ কোটি ৭৮ লাখ ৩২ হাজার তিনশ ৪১ টাকা। তৃতীয় দিন সংগ্রহ হয়েছে দুইশ ২৩ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ছয়শ ৪৩ টাকা সব মিলিয়ে তিন দিনে আয়কর আদায় হয়েছে ঢাকাসহ সারাদেশে আয়কর আদায় হয়েছে ৯০৩ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯৪৬ টাকা।

সৈয়দ এ মু’মেন আরও জানায়, শনিবার ছুটির দিন হওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারিদের আয়কর বিবরণী জমা দেওয়ার সুবিধার্থে মেলার সময় ৩ ঘণ্টা বাড়ানো হয়েছে। অথাৎ শনিবার মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এছাড়া মেলার বাকি তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপি (১৬-২২ সেপ্টেম্বর) আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এদিকে, তৃতীয় দিনও করদাতাদের পদচারণে মুখর ছিল মেলা প্রাঙ্গণ । মেলায় প্রতিটি বুথের সামনেই দেখা যায় দীর্ঘ লাইন। রাজধানীর আয়কর মেলায় করদাতাদের সেবা প্রদানের লক্ষ্যে একশ ৭২টি বুথ ও ৫৬টি হেল্পডেস্ক রয়েছে। মেলায় করদাতারা আয়কর বিবরণী জমা দেয়াসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে। ই-টিআইএন নিবন্ধন এবং পুনঃনিবন্ধন সুবিধাসহ আয়কর বিবরণী, ই-টিআইএন আবেদন ফরম এবং চালান ফরম বুথ থেকে সরবরাহ করা হচ্ছে। মেলায় করদাতারা তাদের ২০১৫-১৬ কর বর্ষের আয়কর রির্টান জমা দিতে পারবেন।

উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এসআই/এএইচ/পিআর