ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইতে আড়াই ঘণ্টায় লেনদেন ২৮১ কোটি টাকা

প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসইতে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুর প্রথম আড়াই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ২৮১ কোটি ৮৯ লাখ টাকা।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আড়াই ঘণ্টায় দুপুর ১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৮০৭ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক  ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৪৫টির দাম বেড়েছে, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৫৫ পয়েন্টে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৬ লাখ টাকার।

এসআই/এআরএস/এমএস