ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সোনালী রূপালী জনতা অগ্রণীকে আর বরাদ্দ নয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৫ আগস্ট ২০১৯

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক – সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংককে সরকারের পক্ষ থেকে আর কোনো অর্থ বরাদ্দ (রিফাইন্যান্সিং) দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে ইআরডিতে রোববার (২৫ আগস্ট) বিকেলে এ আলোচনা সভা হয়।

আগে প্রতি অর্থবছরে ঘাটতি পূরণের জন্য রাষ্ট্রায়ত্ত এ চার ব্যাংককে অর্থ দিত সরকার।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এখন থেকে আর রিফাইন্যান্সিং নয়। প্রতি বছর যে রিফাইন্যান্সিং করতাম লস (ঘাটতি) কভার করার জন্য, দ্যাট অফ (তা বন্ধ)। দ্যাটস স্টোরি অব পাস্ট (এটা এখন থেকে অতীত)। আর কোনো দিন রিফাইন্যান্সিং হবে না।’

‘তাদের অর্থ আয় করতে হবে। এ দেশের মানুষকে দেখাশোনা করেই তাদের বেতন নিতে হবে,’ যোগ করেন অর্থমন্ত্রী।

চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকগুলোর জন্য বরাদ্দ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরের বাজেটে বরাদ্দ নেই।’

এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

পিডি/এনডিএস/জেআইএম

আরও পড়ুন