ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সুবিধাবঞ্চিতদের ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক। ‘পল্লী কর্ম উন্নয়ন সংস্থা (পিকেইউএস) ’ নামক এনজিও’র সঙ্গে চুক্তি সই করে ১৩৬ জন সুবিধাবঞ্চিতদেরকে ঋণ সহায়তা দেবে তারা।

সুবিধাবঞ্চিতদের মধ্যে রয়েছে তৃতীয় লিঙ্গ, সামাজিক ও শারীরিক প্রতিবন্ধী এবং উপজাতি রাখাইন জনগোষ্ঠী।
 
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংকটি তাদের নতুন এসএমই লোন প্রডাক্টের আওতায় পিকেইউএস’কে এক কোটি টাকা ঋণ প্রদান করে।
 
চুক্তি অনুযায়ী ব্যাংকটি পিকেইউএস’কে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। ১০ শতাংশ সুদে তারা সুবিধা বঞ্চিতদের সেই টাকা ঋণ দেবে। তবে এ খাতে প্রদত্ত সব অর্থ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় প্রদান করা হবে।
 
এসময় উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশকে দ্রুত উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের দিকে বিশেষ নজর দিতে হবে। তাই সুবিধাবঞ্চিতদের চারটি বিশেষ শ্রেণিতে ভাগ করে তাদের এসএমই ঋণ প্রদানে ব্যাংকসমূহকে নির্দেশ দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে মিডল্যান্ড ব্যাংক এই সৃজনশীল উদ্যোগটি নিয়েছে। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। এর ফলে সুবিধা বঞ্চিতরাও বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে।
 
এসময় উপস্থিত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহসান-উজ জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিতরা যাতে কাজ করে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে পারে তাই এই সুবিধা দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
 
এ ধরণের প্রকল্পে সহযোগিতা করায় মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
 
প্রকল্পটির আওতায় ৫ বছরের জন্য তৃতীয় লিঙ্গের ১০ জন উদ্যোক্তাকে ৫ লাখ, ১০৫ জন শারীরিক প্রতিবন্ধীকে সাড়ে ৮৪ লাখ, সামাজিক সুবিধাবঞ্চিত ৬ নারীকে ৩ লাখ এবং রাখাইন নৃগোষ্ঠীর ১০ ক্ষুদে উদ্যোক্তাকে সাড়ে ৭ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আরা সুরাট আমীন, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর, পিকেইউএসের নির্বাহী পরিচালক মো. ইউনুস খানসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এআর/এসকেডি/আরআইপি