ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করদাতা ৩০ লাখে উত্তীর্ণে কাজ করছে এনবিআর

প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

২০১৯ সালের মধ্যে করদাতার সংখ্যা ৩০ লাখে উন্নীত করতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এনবিআরের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান  সাংবাদিকদের এ লক্ষ্যমাত্রার কথা জানান। এছাড়া তিনি জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান জনসংখ্যার তুলনায় করদাতার সংখ্যা অনেক কম। তাই রাজস্বের ক্ষেত্র আরো প্রসারিত করতে ২০১৯ সালের মধ্যে ই-টিআইএন ও করদাতার সংখ্যা ৩০ লাখে উন্নীত করতে কাজ করছি।

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে তিনি বলেন, অর্থনীতির গতি-প্রকৃতি বিশ্লেষণ করে এনবিআর মনে করে চলতি অর্থবছরে যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তাই খুবই বাস্তবসম্মত। দেশবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতা পেলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না।

আয়কর মেলা ও আয়কর দিবসের বিষয়ে নজিবুর রহমান বলেন, আয়কর আদায় বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। আর এ উদ্দেশ্য নিয়ে এনবিআর জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলা উদযাপন করছে। পরিসর বৃদ্ধি করতে এবারই প্রথমবারের মতো ৮৬ উপজেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, আয়কর মেলায় সর্বোচ্চ পরিমাণ লোকজনকে সেবা দেয়া হবে। এ জন্য এনবিআরের কর কর্মকর্তারা প্রস্তুত। মেলায় আয়করের বুথ ছাড়াও ভ্যাট, শুল্ক ও সঞ্চয় পরিদফতরের পৃথক বুথ থাকবে। এসব বুথ থেকে যাবতীয় তথ্য জানতে পারবেন করদাতারা।

আয়কর দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এনবিআর প্রাঙ্গন থেকে আয়কর র‌্যালি বের হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আয়কর দিবসের উদ্বোধন করবেন।

জাতীয় আয়কর দিবস উদযাপনের পাশাপাশি ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় শহরে সাত দিনব্যাপি আয়কর মেলার আয়োজন করে থাকে এনবিআর। তবে জেলা শহরে চার দিন, প্রথমবারের মতো ২৯টি উপজেলায় দুই দিন এবং ৫৭টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

এ বছর দেশে প্রথমবারের মতো বিভাগীয় ও জেলা শহরের পাশাপাশি ৮৬ উপজেলায় একযোগে আয়কর মেলা উদযাপন হবে। ফলে ষষ্ঠবারের মতো আয়োজিত এ বছরের আয়কর মেলা হবে এ যাবৎকালের সর্ববৃহৎ। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্বোধন করার কথা রয়েছে।

এসআই/বিএ