ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিজিটাল হাজিরা চালু পরিকল্পনা মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১২ পিএম, ২৪ জুলাই ২০১৯

পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরার পদ্ধতি চালু করা হয়েছে।

বুধবার সকালে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী এ আওতায় থাকবেন। ১ আগস্ট থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে প্রবেশের সময় এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।

শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে বলেও জানান শাহেদুর রহমান।

পিডি/জেএইচ/এমকেএইচ

আরও পড়ুন