ব্লকে কমেছে লেনদেন
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩৬টি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৪১ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ২৭ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা।
ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজ, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, আমান কটন, সিনোবাংলা, রূপালী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ফার্মা, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ মিউচ্যুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিজ, জেএমআই সিরিঞ্জ, ফার্স্ট যমুনা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, কাট্টালি টেক্সটাইল, এসকে ট্রিমস, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ড, নিউ লাইফ ক্লোথিং, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা এবং এশিয়া ইন্স্যুরেন্স।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির ১১ কোটি ৩৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এ ছাড়া গ্রামীণফোনের ৪ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকা, আমান কটনের ১ কোটি ৩ লাখ ১৩ হাজার টাকা, সিনোবাংলার ৮৫ লাখ ৪৮ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ৪৪ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
বাকি কোম্পানিগুলোর এককভাবে ২০ লাখ টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে- ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের ১৭ লাখ ৩৫ হাজার টাকা, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ ৪০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ১৩ লাখ ৪ হাজার টাকা, জেএমআই সিরিঞ্জের ১২ লাখ টাকা, ফার্স্ট যমুনা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১১ লাখ ৪০ হাজার টাকা এবং কাট্টালি টেক্সটাইলের ১০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এককভাবে ব্লক মার্কেটে ১০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- এসকে ট্রিমসের ৯ লাখ ৮৯ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ডের ৯ লাখ ৮১ হাজার টাকা, নিউ লাইফ ক্লোথিংসের ৮ লাখ ৯৫ হাজার টাকা, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ লাখ ১০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭ লাখ টাকা, সিলকো ফার্মার ৫ লাখ ৩০ হাজার টাকা এবং এশিয়া ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএএস/এনডিএস/এমকেএইচ