ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএমডি পদে পদোন্নতি : ১৪ মহাব্যবস্থাপকের সাক্ষাৎকার বুধবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৭ জুলাই ২০১৯

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিতে ২৭ মহাব্যবস্থাপকের সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বাছাই কমিটি সাক্ষাৎকারের জন্য তাদের চূড়ান্ত করেছেন। তারা সবাই দেশের রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের দফতরে বুধবার (১০ জুলাই) এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওই সাক্ষাৎকারে প্রার্থীদের মোবাইল ফাইন্যান্সিং সর্ভিস বা ডিজিটাল ব্যাংকিং, প্রকল্প ঋণ ব্যবস্থাপনা, খেলাপী ঋণ ব্যবস্থাপনা, কর্পোরেট গভর্ন্যান্স ইত্যাদির যে কোনো একটি বিষয়ের উপর পাওয়ার পয়েন্টে উপস্থাপন করতে হবে।

সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া ২৭ মহাব্যবস্থাপকের মধ্যে ১৪ জন হলেন- জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জসীম উদ্দীন, খন্দকার আতাউর রহমান, মো. জামিনুর রহমান, মো. জাকির হোসেন, আব্দুল আওয়াল, মো. আব্দুল জব্বার, শেখর চন্দ্র বিশ্বাস, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ ইদ্রিছ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ, মো. গোলাম কবির, সুকান্তি বিকাশ স্যানাল, শিরীন আখতার এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার সাহা।

উল্লেখ্য, ডাক পাওয়া ২৭ মহাব্যবস্থাপকের মধ্যে ১৩ জনের সাক্ষাৎকারের রোববার (৭ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের দফতরে শুরু হয়েছে। তারা হলেন- রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, অরুন কান্তি পাল, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নান, হাউজ ব্লিডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. জাহিদুল হক, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মহিউর রহমান, মো. শামীমুল হক, নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরী, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশর (আইসিবি) মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন গাজি, মোহাম্মদ ইকবাল হোসেন, দীপিকা ভট্টাচার্য, মো. রফিকুল ইসলাম, মো. শাহজাহান এবং মো. রিফাত হাসান।

এমইউএইচ/এএইচ/পিআর

আরও পড়ুন