ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কোম্পানি বাড়লেও ব্লকে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৬ জুলাই ২০১৯

গত সপ্তাহের চার কার্যদিবসে ৪১টি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়, যা আগের সপ্তাহে তুলনায় একটি বেশি। এ প্রতিষ্ঠানগুলোর ৬৬ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা।

ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, প্রাইম ফাইন্যান্স, আইপিডিসি, সিঙ্গার বিডি, আরএন স্পিনিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স, বেক্সিমকো ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আফতাব অটো, লাফার্জহোলসিম, প্রাইম টেক্সটাইল, সিনো বাংলা, এশিয়ার ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বিবিএস কেবলস, জেনেক্স ইনফোসিস, ডরিন পাওয়ার, এসকে ট্রিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, ঢাকা ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নূরানী ডাইং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, শাশা ডেনিমস, ঢাকা ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস, ফাস ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জ, ভিএফএস থ্রেড ডাইং এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। কোম্পানিটির ২০ কোটি ৯৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ১১ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯ কোটি ২১ লাখ ৭৪ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স।

এছাড়া আইপিডিসির ৪ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা, সিঙ্গার বিডির ৩ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকা, আরএন স্পিনিংয়ের ২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা এবং ন্যাশনাল পলিমারের ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- সিটি ব্যাংকের ৯৬ লাখ ৬৪ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৯৬ লাখ ২৫ হাজার টাকা, শেফার্ডের ৯৪ লাখ ৮১ হাজার টাকা, সিমটেক্সের ৯০ লাখ ৯ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৮০ লাখ ৩৭ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৮ লাখ টাকা, আফতাব অটোর ৬৬ লাখ ২০ হাজার টাকা এবং লাফার্জহোলসিমের ৫৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এককভাবে ব্লক মার্কেটে ৪০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম টেক্সটাইলের ৩৫ লাখ টাকা, সিনো বাংলার ৩১ লাখ ৭২ হাজার টাকা, এশিয়ার ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৬১ হাজার টাকা, বারাকা পাওয়ারের ২৭ লাখ টাকা, বিবিএস কেবলসের ২২ লাখ ৬২ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ২২ লাখ ৪৩ হাজার টাকা এবং ডরিন পাওয়ারের ২১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া এসকে ট্রিমসের ১৯ লাখ ৪১ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ লাখ ৪৪ হাজার টাকা, ঢাকা ব্যাংকের ১৬ লাখ ১২ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৫ লাখ ১২ হাজার টাকা, নূরানী ডাইংয়ের ১৪ লাখ ৭৯ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৪৮ হাজার টাকা, সুহৃদের ১২ লাখ ৩৪ হাজার টাকা এবং ফেডারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি কোম্পানিগুলোর এককভাবে ১০ লাখ টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৭০ হাজার টাকা, শাশা ডেনিমসের ৯ লাখ ৩৬ হাজার টাকা, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ লাখ ১৫ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ১৪ হাজার টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯০ হাজার টাকা, ন্যাশনাল ফিড মিলসের ৫ লাখ ৮০ হাজার টাকা, ফাস ফাইন্যান্সের ৫ লাখ ৭০ হাজার টাকা, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ১১ হাজার টাকা এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৪ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। আর এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৫ লাখ ৬৮ হাজার টাকা।

এমএএস/এসএইচএস/জেআইএম

আরও পড়ুন