ঋণ পরিশোধে প্রেফারেন্স শেয়ার ছাড়বে এনভয় টেক্সটাইল
উচ্চ সুদের ঋণ পরিশোধের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিয়ে এই শেয়ার ইস্যু করা হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, কোম্পানিটি ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ৮৭ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
৫ বছর মেয়াদি এই শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেয়া হবে। প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার আধুনিকায়ন এবং উচ্চ ঋণের সুদ পরিশোধ করবে।
এই শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল এবং পূর্ণ অবসায়ন যোগ্য। এই শেয়ারের লভ্যাংশ নির্দিষ্ট হারে অর্ধবার্ষিক হিসাবে পরিশোধ করা হবে।
এমএএস/জেডএ/জেআইএম