মিশ্র প্রবণতায় শেষ হলো পুঁজিবাজারের লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন সামান্য বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪১৫ কোটি টাকা।
ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক দশমিক ৫৬ পয়েন্ট কমে থেকে ১ হাজার ৫৮ পয়েন্টে সিএসই ৩০ সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৮ পয়েন্টে এবং সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১ কোটি টাকা।
এসআই/এসএইচএস/পিআর