মালিকের স্বার্থ দেখলে চলবে না : সাংবাদিকদের শিল্পমন্ত্রী
সংবাদকর্মীদের উদ্দেশে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘গণমাধ্যম মালিকদের স্বার্থ দেখলেই চলবে না। ব্যবসায়িক স্বার্থে সংবাদপত্র ব্যবহার করা যাবে না। ব্ল্যাকমেইলও করা যাবে না। সমন্বিতভাবে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সংবাদ প্রকাশের কারণে যাতে জাতীয়, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট না হয়, শিল্পের অগ্রগতি যাতে ব্যাহত না হয়।’
এ ক্ষেত্রে গণমাধ্যমকে টিকিয়ে রাখতে সরকার সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।
রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার–২০১৭’ প্রদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন : ঋণখেলাপি হলেই খারাপ মানুষ নয় : শিল্পমন্ত্রী
সমন্বিতভাবে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হবে। আমাদের যে সংস্থাগুলো আছে, তারা অত্যন্ত মানসম্মতভাবে কাজ করে যাচ্ছে। আমরা যেখানে এগিয়ে যাচ্ছি, সেখানে আমাদের পেছনের প্রতিযোগীরা লেগে আছে। কাজেই আমাদের শিল্প যাতে ব্যাহত না হয়, সাংবাদিক বন্ধুদের সুদূর দৃষ্টি নিয়ে সাংবাদিকতা করার জন্য আহ্বান জানাচ্ছি।’
নূরুল মজিদ বলেন, ‘আপনার দেশের স্বার্থ আগে। আপনার মালিকের স্বার্থ আর স্বল্পকালীন স্বার্থ দেখলে চলবে না।’
‘আপনারা (সাংবাদিক) অবশ্যই আমদের ভুল ধরিয়ে দেবেন, আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন’ উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই আপনাদের পরামর্শ নেব, ঘরোয়াভাবে নেব। কিন্তু জাতীয়, আন্তর্জাতিকভাবে আপনারা আমাদের ইমেজকে নষ্ট করবেন না। আমাদের শিল্পের যে অগ্রগতি, সেটা যাতে ব্যাহত না হয়। সেদিকটা আপনারা দেখবেন।’
গণমাধ্যমকর্মী ও গণমাধ্যম মালিকদের তিনি চেনেন বলেও জানান শিল্পমন্ত্রী। নূরুল মজিদ বলেন, ‘আমি প্রত্যেককেই চিনি; সব সাংবাদিক এবং আপনাদের মালিক যারা। আপনাদের মালিকদের সঙ্গে আমরা একসঙ্গেই বড় হয়েছি। শুধু ব্যবসায়িক স্বার্থে সংবাদপত্রকে ব্যবহার করবেন, ব্ল্যাকমেইল করবেন– এটা যেন না হয়। আমি খুবই স্পষ্ট ভাষায় কথা বলি, দয়া করে কিছু মনে করবেন না।’
শিল্পমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের মঙ্গলের জন্য বলছি, দেশের মঙ্গলের জন্য বলছি।’
তিনি বলেন, ‘আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। হাউ ইউ উইল সার্ভাইভ, উই নো ইট (আপনারা কীভাবে টিকে থাকবেন, সেটা আমরা জানি)। মিডিয়া বেঁচে থাক, তাদেরও তো আমাদের দরকার।’
কৃষি জমিকে বাঁচিয়ে রেখে বর্জ্যে পরিত্যক্ত হয়ে যাওয়া ভূমি উন্নয়ন করে শিল্প গড়ে তোলা হবে বলেও জানান শিল্পমন্ত্রী।
এ সময় আরও বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্পসচিব মো. আবদুল হালিম। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পিডি/এনডিএস/এমকেএইচ