স্বর্ণ মেলায় দু’দিনে জমা পড়েছে ৭৪ লাখ টাকার আয়কর
তিন দিনব্যাপী স্বর্ণ মেলার প্রথম দুই দিনে চট্টগ্রামে ৭৮ জন স্বর্ণ ব্যবসায়ী ৭৪ লাখ ১৬ হাজার ৬২ টাকা আয়কর জমা দিয়েছেন। স্বর্ণ, হীরা ও রৌপ্য খাতে ৭০৫৬ ভরি স্বর্ণ, ২ দশমিক ৬ ক্যারেট হীরা, ২৫৬৫ ভরি রৌপ্যের ঘোষণা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন মেলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান জানান, মেলার প্রথম দিন রোববার (২৩ জুন) চট্টগ্রামে ৮২৯ ভরি স্বর্ণ, ২ দশমিক ৫ ক্যারেট হীরা ও ১৭০ ভরি রৌপ্যের বিপরীতে আয়কর জমা পড়েছে ৮ লাখ ৫২ হাজার টাকা।
দ্বিতীয় দিন সোমবার (২৪ জুন) ৬ হাজার ২২৭ ভরি স্বর্ণ, ১ ক্যারেট হীরা, ২ হাজার ৩৯৫ ভরি রৌপ্যের বিপরীতে আয়কর জমা পড়েছে ৬৫ লাখ ৬৪ হাজার ৬২ টাকা।
এমআরএম