ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এইচআর টেক্সটাইলের ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১০ পিএম, ২১ জুন ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইলের ৫০ কোটি টাকার ফিক্সড রেট কর্পোরেট বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার বিএসইসির ৬৯০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ বছর মেয়াদী এ বন্ডের বৈশিষ্ট্য নন-কনভার্টেবল ও ফিক্সড রেট কর্পোরেট বন্ড। ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে বন্ডটি। যা ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস, অনিবাসী বাংলাদেশি এবং সাধারণ জনগণের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এইচআর টেক্সটাইলের উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ও উচ্চহারের ঋণ পরিশোধ করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি হিসাবে রয়েছে ইসি সিকিউরিটিজ এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

এমএএস/এএইচ/এমএস

আরও পড়ুন