ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিদেশে বিজ্ঞাপন প্রচারে দেশ থেকে অর্থ নেয়া যাবে

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশি কোম্পানিগুলো যারা রফতানির সঙ্গে জড়িত সেসব কোম্পানি এখন থেকে তাদের পণ্যের রফতানি বাড়াতে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে পারবে। এসব গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারে প্রয়োজনীয় অর্থ তারা দেশ থেকে নিতে পারবেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

এতে বলা হয়, দেশের অনেক কোম্পানি তাদের উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করছে। কিন্তু পণ্যের বাজার বাড়াতে বিজ্ঞাপন জরুরি। তাই এখন থেকে দেশি কোম্পানিগুলো বিদেশি ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দিতে প্রয়োজনীয় অর্থ দেশ থেকে নিতে পারবেন। সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার শাখাগুলোর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো।

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপসহ বেশ কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিদেশে বাংলাদেশি পণ্য রফতানি করে যাচ্ছে। কিন্তু বিজ্ঞাপন প্রদানে অর্থ খরচের অনুমোদন না থাকায় কোম্পানিগুলো বাজার প্রসারে বাধার সম্মুখীন হচ্ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে সারা বিশ্বে বাংলাদেশি পণ্যের বাজার আরো বাড়বে। এতে রফতানিকারকরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন।    

এসএ/এআরএস/আরআইপি