পুঁজিবাজারে সূচক ও লেনদেনের পতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি পতন হয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। হ্রাস পেয়েছে গত কার্যদিবসের চেয়ে টাকার অংকে লেনদেনের পরিমাণও।
মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে চার হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ২৯ কোটি টাকা কম। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি টাকা।
ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭৭ পয়েন্টে এবং সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকার।
এসআই/এআরএস/আরআইপি