বরাদ্দ বাড়ছে স্থানীয় সরকার বিভাগে
২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ৫ হাজার ৯৪ কোটি টাকা বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগকে ৩৪ হাজার ২৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দ প্রস্তাব করা হয়।
বাজেট বক্তৃতায় বলা হয়, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পগুলোকে চলমান রাখতে ৩৪ হাজার ২৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের মোট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে নতুন অর্থবছরের এ বাজেট প্রস্তাব করা হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করলেও তা শেষ করতে পারেননি। তার অসুস্থতার কারণে পরে বাজেট উপস্থাপনের হাল ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্যের সার সংক্ষেপ পড়ে শোনান। বাদবাকি অংশ পঠিত বলে গণ্য হবে বলে ঘোষণা দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নতুন অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। এছাড়া দেশের ৪৮ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত বাজেট পাস হবে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
এএস/আরএস/পিআর