ব্লকে লেনদেন কমেছে
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩২টি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ১২০ কোটি ২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৬০ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৮২ কোটি ২ লাখ ১২ হাজার টাকার।
ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডরিন পাওয়ার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন কেবলস, আফতাব অটো, রহিম টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, ইস্টার্ন কেবলস, এসকে ট্রিমস, নূরানী ডাইং, ইউনাইটেড পাওয়ার, পাওয়ার গ্রীড, ইসলামিক ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, ভিএফএস থ্রেড ডাইং, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইনটেক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, আইটি কনসালটেন্টস এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির ৩৩ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর ২৫ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন।
এছাড়া এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, ডরিন পাওয়ারের ৫ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৫৬ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- আফতাব অটোর ৭৯ লাখ ৬০ হাজার টাকা, রহিম টেক্সটাইলের ৭৮ লাখ ৩১ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ৬৮ লাখ ৬ হাজার টাকা, ইস্টার্ন কেবলসের ৫৩ লাখ ৪১ হাজার টাকা, এসকে ট্রিমসের ৪১ লাখ ২৩ হাজার টাকা, নূরানী ডাইংয়ের ৩৭ লাখ ৭৫ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৩৪ লাখ টাকার, পাওয়ার গ্রীডের ২৭ লাখ টাকা, ইসলামিক ফাইন্যান্সের ১৮ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৪০ হাজার টাকা, বিবিএস কেবলসের ১৩ লাখ ৪০ হাজার টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১২ লাখ টাকা এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এককভাবে ব্লক মার্কেটে ১০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- সুহৃদের ৯ লাখ ৮৮ হাজার টাকা, ইনটেকের ৭ লাখ ৫৬ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৯৭ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ লাখ ৭৯ হাজার টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৫ লাখ ১০ হাজার টাকা, আইটি কনসালটেন্টসের ৫ লাখ ৫ হাজার টাকা এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএএস/জেএইচ/এমএস