ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৪০ শতাংশ লভ্যাংশ দেবে পপুলার লাইফ

প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৯ অক্টোবর ২০১৪

বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, পপুলার লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৩ পয়সা।