ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অল্প সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : গভর্নর

প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে সরকার এবং বাংলাদেশ ব্যাংক সরকারকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে যাচ্ছে।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ‘স্টেট অব দ্য ইকোনমি অ্যান্ড মনিটরি পলিসি স্টেটমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন।

সেমিনারটির আয়োজন করে হেকেপ’র একটি উপ-প্রকল্প। ব্যবসায়ে শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ এস শাহ প্রমুখ।

মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার টার্গেটের কথা উল্লেখ করে গভর্নর বলেন, আমাদের টার্গেট মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে রাখা। কারণ এটাই আদর্শ মাত্রা। এর বেশি বা কম হলে সেটা অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়। কারণ আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ থেকে ৮ শতাংশ। কিন্তু ম্ল্যূস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসলে প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, উন্নত বিশ্বের মূল্যস্ফীতি যেমন ১ থেকে ২ শতাংশ, তেমনি প্রবৃদ্ধিও তাদের ১ থেকে ২ শতাংশ। কিন্তু আমাদের দেশেতো সে সুযোগ নেই। কারণ আমাদের অর্থনীতিকে বড় করতে হবে।

এমএইচ/বিএ