ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসির সঙ্গে এনআরবিসির চুক্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৫ মে ২০১৯

ই-মার্কেটপ্লেস ‘ট্রেড এসেটস’ প্লাটফর্মে অন্তর্ভুক্তির জন্য দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। শনিবার (২৫ মে) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, সম্প্রতি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি প্রস্তাবিত ব্লকচেইন প্রযুক্তি নির্ভর ই-মার্কেটপ্লেস ‘ট্রেড এসেটস’ প্লাটফর্মে অন্তর্ভুক্তির জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান কবীর আহমেদ ও ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুন্নেসা হক চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআই/আরএস/জেআইএম

আরও পড়ুন