ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এখন থেকে দারাজে পাওয়া যাবে আরএফএল-এর পণ্য

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২০ মে ২০১৯

দেশের সেরা অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ সম্প্রতি হাত মিলিয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেডের সঙ্গে। সুপ্রতিষ্ঠিত এই কোম্পানিটির বাংলাদেশজুড়ে রয়েছে নিজস্ব শো-রুম। আরএফএল সর্বপ্রথম ১৯৮০ সালে ঢালাই লোহা (সিআই) পণ্যগুলো দিয়ে যাত্রা শুরু করে।

কোম্পানিটির প্রাথমিক লক্ষ্য ছিল গ্রামীণ জীবন উন্নত করার জন্য বিশুদ্ধ পানি এবং সাশ্রয়ী সেচ যন্ত্র তৈরি করা। বর্তমানে এই স্বনামধন্য কোম্পানির পানির পাম্প, টিউবওয়েল, বিয়ারিং, গ্যাস স্টোভ ইত্যাদি সিআই পণ্যগুলোর জনপ্রিয়তা বেশ বৃহৎ পরিসরে রয়েছে এবং এটি বাংলাদেশের বৃহত্তম কাস্ট লোহা ফাউন্ড্রি এবং লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।

গুণগতমানের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে সেবা করার লক্ষ্যে আরএফএল ১৯৯৬ সালে পিভিসি বিভাগে এবং ২০০৩ সালে প্লাস্টিকের সেক্টরে বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও রফতানি করা শুরু করে। আরএফএল প্লাস্টিকসের সঙ্গে চুক্তির ফলে এখন সব ধরনের মানসম্মত, সুদৃশ্য ও রুচিশীল প্লাস্টিকের পণ্য দারাজে পাওয়া যাবে।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজে থাকছে বিভিন্ন মেয়াদি ডিসকাউন্ট ভাউচার ও ক্যাশব্যাকের দারুণ সুবিধা। এ ছাড়া আসন্ন ২৬ মে দারাজ ব্র্যান্ড ডে উপলক্ষে ক্রেতাদের জন্য ১০ শতাংশ ডিসকাউন্টসহ থাকছে আকর্ষণীয় সেলার ভাউচার।

আরএফএল ও দারাজের মধ্যকার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীস্থ সদর দফতরে অনুষ্ঠিত হয়। চুক্তির সময়ে আরএফএল প্লাস্টিকসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. তৌকিরুল ইসলাম, নির্বাহী পরিচালক, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, আরএফএল গ্রুপ; মো. তাইজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস); এসফাকুল হক, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার, সদন কুমার বিশ্বাস, সহকারী পরিচালক (কর্পোরেট সেলস) ও মো. মোর্শেদুল আমিন, ক্যাটাগরি ইনচার্জ (অনলাইন সেলস)।

এদিকে দারাজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাইমুন সানজিদ চৌধুরী, হেড অব অ্যাকুইজিশন; আয়েশা আতিফ, কী অ্যাকাউন্ট ম্যানেজার ও আশফাকুজ্জামান রাইভি, ভেন্ডর অ্যাকুইজিশন এক্সিকিউটিভ প্রমুখ।

এমআরএম/পিআর

আরও পড়ুন