ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ন্যাশনাল ফিডের একটি প্লান্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ এএম, ২০ মে ২০১৯

মেশিনের রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিডের ৩টি প্লান্টের মধ্যে একটির উৎপাদন সাময়িক বন্ধ হয়ে গেছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, প্লান্টটির উৎপাদন ৬০ দিন বন্ধ থাকবে। বন্ধ থাকার সম্ভাব্য সময় ১৫ মে থেকে ১৪ জুলাই। প্লান্টটির উৎপাদন বন্ধ থাকায় কোম্পানিটির মুনাফায় প্রভাব পড়তে পারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০১৯ সালের জানুয়ারি-মার্চ) কোম্পানিটি প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা করেছে ২৬ পয়সা।

তবে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (২০১৮ সালের জুলাই- ডিসেম্বর) প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ পয়সা লোকসান করে। এতে নয় মাসের হিসাবে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে ২৩ পয়সা মুনাফা হয়েছে।

এমএএস/এমবিআর/জেআইএম

আরও পড়ুন