চিনের নজরে বিয়ের বাজার
ধনী ভারতীয়দের অনেকেই এখন বিদেশের মাটিতে বিয়ের অনুষ্ঠান করতে দেখা যাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ এবং আমেরিকায় ইদানিং ভারতীয়দের বিয়ের আয়োজন করতে মাঝে মাঝে দেখা যায়। এখন বিদেশের মাটিতে ভারতীয়দের বিয়ের বাজারের অংকটা বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার বা আড়াই লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। তাই চিনও এই বাজারে দিকে নজর দিতে চাইছে। চিনের মাটিতে ধনী ভারতীয়দের বিয়ের অনুষ্ঠান আয়োজন তো করা যেতেই পারে।
শনিবার শহরে এক অনুষ্ঠান শেষে কলকাতায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ওয়াং যুইফেং জানিয়েছেন, তাঁদের দেশের কুনমিং, লিজিয়াং, ডালির মতো স্থান গুলিকে ভারতীয়দের বিয়ের স্থান হিসেবে তুলে ধরতে চান। তাঁর বক্তব্য, বিয়ের স্থান হিসেবে যখন থাইল্যান্ড, দুবাই, মরিশাসকে বেছে নিচ্ছে তখন চিনেও বেশ কিছু শহর রয়েছে যা ভারতীয়দের আকৃষ্ট করতে পারে। কারণ ওই শহরগুলি যেমন রোমান্টিক তেমনই ভ্রমণের জন্য সবরকম পরিকাঠামো রয়েছে।
এজন্য চিনের পর্যটন সংস্থার সঙ্গে এদেশের পর্যটন সংস্থার যোগাযোগ বাড়ানোর কথা বলা বলছেন তিনি।