ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

স্যামসাং গ্যালাক্সি এ-৮ এখন দেশের বাজারে

প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এ-৮ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ফোনটির বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রিমিয়াম বৈশিষ্ট্যপূর্ণ সবচেয়ে স্লিম স্যামসাং গ্যালাক্সি এ-৮ এ আছে ইউনিবডি ডিজাইন, সম্পূর্ণ এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। কালো, সাদা এবং সোনালী রঙে গ্যালাক্সি এ-৮-এর মূল্য ধরা হয়েছে ৪৪ হাজার ৯০০ টাকা। সঙ্গে থাকছে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।

সেটটিতে আরো থাকছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫ দশমিক ৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং মেটাল বডি। সবচেয়ে স্লিম গ্যালাক্সি, ৫ দশমিক ৯ মিলিমিটার পুরু এই ফোনটি সরু বেজেল সম্বলিত স্ক্রিন ব্যবহারকারীকে দেবে সম্পূর্ণ আবিষ্ট দেখার অভিজ্ঞতা। গ্রাহকদের জন্য এই এলটিই ডিভাইসটিতে স্টাইল এবং কার্যক্ষমতার ব্যতিক্রমধর্মী মিশ্রণ রয়েছে।

অনুষ্ঠানে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, এ সিরিজ উদ্বোধনের সময় আমরা সর্বশেষ চমকপ্রদ ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিজ্ঞানুযায়ী আমরা গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনিকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করছি।

আমরা গ্যালাক্সি পরিবারের সর্বশেষ সদস্যকে নিয়ে খুবই আশাবাদী। বর্তমানে গ্রাহকেরা স্টাইলিশ মোবাইল ফোন চায় যা তাদেরকে অন্য সবার থেকে অনন্য করবে। গ্যালাক্সি এ ৮ গ্রাহকের আকাঙ্ক্ষা এবং মুগ্ধতাকে প্রাধান্য দিয়ে চমকপ্রদ ডিজাইন এবং অনবদ্য কর্মক্ষমতার সমন্বয়ে তৈরি করা হয়েছে।

এসআই/বিএ