ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ মে ২০১৯

পবিত্র রমজানে শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টায় শেষ হবে। রমজান উপলক্ষে লেনদেনের এ নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান উপলক্ষে ডিএসই লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। আর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

রমজান এবং ঈদুল ফিতর এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৩০মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এমএএস/জেএইচ/পিআর

আরও পড়ুন