ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দারাজের বৃহত্তম সর্টিং সেন্টারের যাত্রা শুরু

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

দেশের সর্ববৃহৎ ই-কমার্স সর্টিং সেন্টার চালু করেছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সর্টিং সেন্টারের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দারাজ গ্রুপের দুই প্রধান নির্বাহী অফিসার বিয়ারকে মিক্কেলসেন এবং জোনাথন ডোয়ার। এছাড়া দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Daraz

সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আমরা দেশের সর্ববৃহৎ সর্টিং সেন্টারটি সফলভাবে উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি অনেকটাই সম্ভব হয়েছে কাস্টমারদের দারাজের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাস রাখার কারণে। আশা করছি দেশের মানুষের ভালোবাসায় আমরা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারব ও দারাজের আরও অনেক বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষম হবো।

উল্লেখ্য, ২০১৪ সালে যাত্রা শুরু করা দারাজের রয়েছে বৃহত্তম ই-কমার্স ওয়্যারহাউজ ও সর্টিং সেন্টারের পাশাপাশি ৫০০টি ফ্লিট, ৪০ লাখেরও বেশি পণ্য।

এমএসএইচ/জেআইএম

আরও পড়ুন