ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সোনালী ব্যাংকে দেয়া যাবে ভিকারুননিসার বেতন ফি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২১ এপ্রিল ২০১৯

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফিসহ যাবতীয় ফি/চার্জ এখন থেকে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পরিশোধ করা যাবে।

রোববার প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস এবং ভিকারুননিসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসী বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর একেএম সাজেদুর রহমান খান, ভিকারুননিসার গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার, সদস্য অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ, গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষকমণ্ডলী এবং সোনালী ব্যাংকের নির্বাহী কর্মকর্তারা।

এসআই/এনডিএস/পিআর

আরও পড়ুন