ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পর্ষদ সভার তারিখ জানিয়েছে ৪৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২১ এপ্রিল ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৫ কোম্পানি তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এদের মধ্যে ১২টি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এবং ৩৩টি কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত সভার তারিখ প্রকাশ করেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পরিচালনা পর্ষদ সভার এ সিদ্ধান্ত জানিয়েছে।

লভ্যাংশ ঘোষণার তারিখ জানানো কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ সভা ২৯ এপ্রিল বিকেল ৩টায়, প্রভাতী ইন্স্যুরেন্সের ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২৭ এপ্রিল বিকেল ৩টায়, এক্সিম ব্যাংকের ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, ইসলামী ইন্স্যুরেন্সের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, এশিয়ার প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৮ এপ্রিল বিকেল ৪টায়, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ এপ্রিল দুপুর ১২টায়, ফেডারেল ইন্স্যুরেন্সের ২৮ এপ্রিল বিকেল ৩টায়, ঢাকা ইন্স্যুরেন্সের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, এনসিসি ব্যাংকের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৯ এপ্রিল বিকেল ৪টায় এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তৃতীয় প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ জানানো কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ারের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায, ন্যাশনাল টির ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, রেনেটার ২৫ এপ্রিল বিকেল ৩টায়, ইউনিক হোটেলের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, জেমিনি সি ফুডের ২৮ এপ্রিল বিকেল ৪টায়, শাইনপুকুর সিরামিকসের ২৮ এপ্রিল বিকেল ৫টায়, বেক্সিমকো সিনথেটিক্সের ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টায়, বেক্সিমকোর ২৮ এপ্রিল বিকেল ৪টায়, বেক্সিমকো ফার্মার ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, আজিজ পাইপসের ২৮ এপ্রিল বিকেল ৩টায়, উসমানিয়া গ্লাসের ২৯ এপ্রিল বিকেল ৫টায়, আর্গন ডেনিমসের ২৮ এপ্রিল বিকেল ৩টায়, ন্যাশনাল পলিমারের ২৭ এপ্রিল বিকেল ৪টায়, এটলাস বাংলাদেশের ২৮ এপ্রিল বিকেল ৫টায়, স্টাইল ক্রাফটের ২৯ এপ্রিল বিকেল ৪টায়, মতিন স্পিনিংয়ের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, জিলবাংলা সুগারের ২৮ এপ্রিল বিকেল ৪টায়, রেনউইক যজ্ঞেশ্বরের ২৮ এপ্রিল বিকেল ২টা ৩৫ মিনিটে, মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের ২৫ এপ্রিল বিকেল ৩টায়, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেসের ২৯ এপ্রিল বিকেল ৫টায়, আনলিমা ইয়ার্নের ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, জুট স্পিনার্সের ২৭ এপ্রিল বেলা ১১টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের ৩০ এপ্রিল বিকেল পৌনে ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, স্ট্যান্ডার্ড সিরামিকের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, অলটেক্সের ২৭ এপ্রিল বিকেল ৩টায়, শাহজিবাজার পাওয়ারের ২৫ এপ্রিল বিকেল ৪টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, বিডি ল্যাম্পসের ২৮ এপ্রিল বিকেল ৩টায়, প্রিমিয়ার সিমেন্টের ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টায়, ইবনে সিনার ২৮ এপ্রিল বিকেল ৩টায়, ন্যাশনাল ফিড মিলসের ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় এবং শ্যামপুর সুগারের বোর্ড সভা ২৮ এপ্রিল বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত হবে।

এসব প্রতিষ্ঠানের পর্ষদ সভায় ৩১ মার্চ ২০১৯ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অর্থাৎ ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

এমএএস/বিএ/এমএস

আরও পড়ুন