ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ওজনে কারচুপি, ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ৩১ মার্চ ২০১৯

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ঢাকা মহানগরীর চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (৩১ মার্চ) বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে মৌচাক মার্কেট এবং বাসাবো এলাকার অভিযান চালিয়ে এ মামলা করা হয়।

প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিম মৌচাক মার্কেটে অভিযান চালিয়ে মেসার্স রাজ ফেব্রিক্স, মেসার্স টাঙ্গাইল এম্পোরিয়াম ও মেসার্স আল-আমিন স্টোরের বিরুদ্ধে মামলা করে। এ প্রতিষ্ঠান তিনটি কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করে আইন লঙ্ঘন করেছে।

বাসাবো এলাকার মেসার্স ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের নামে মামলা করে বিএসটিআই। প্রতিষ্ঠানটির কেক পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এ মামলা হয়।

ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার। এতে আরও ছিলেন- পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন।

এমএএস/এএইচ/জেআইএম

আরও পড়ুন