ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এইচ অ্যান্ড সির খাবারে তেলাপোকা, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪৩ পিএম, ০৩ মার্চ ২০১৯

মোহাম্মদপুরে এইচ অ্যান্ড সি বেকারিতে সাজানো মুখরোচক ফাস্টফুড। চিকেন স্টিক, ললিপপ দেখেই জিভে পানি আসে। কিন্তু সমস্যা হলো সেই খাবারে ঘুরছে তেলাপোকা। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানহীন খাবার বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

রোববার (৩ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোড ও টোকিও স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে এসবের প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযোগে এইচ অ্যান্ড সি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা এবং জান্নাতুল ফেরদাউস। অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন)-১ সদস্যরা।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির অপরাধে আরও চার প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে কালোজিরা রেস্তোরাঁকে ৩০ হাজার, জাপান সিটি গার্ডেন ফার্মেসিকে ১৫ হাজার, ফাই অন রেস্টুরেন্টকে ৩০ হাজার ও সিটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসআই/এএইচ

আরও পড়ুন