ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

তিন ব্যাংকের ২৮ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

সরকারি তিনটি ব্যাংকের (সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) অফিসার (ক্যাশ) পদে ২৮ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ১৬ এপ্রিল পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। একই সঙ্গে উত্তীর্ণদের মৌখিক পরিক্ষার সময়সূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী। যাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা প্রর্যায়ক্রমে নেয়া হচ্ছে।

এর আগে গত বছরের ১৬ নভেম্বর ওই তিন ব্যাংকের লিখিত পরীক্ষা সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়।

এসআই/এমবিআর/এমকেএইচ

আরও পড়ুন