ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রভাবশালী খেলাপির কারণে ঝুঁকিতে অর্থনীতি : গভর্নর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশ এবং প্রভাবশালী খেলাপির কারণে পুরো অর্থনীতি ঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ১৮তম নুরুল মতিন মেমোরিয়াল লেকচার ‘ইথিকস ইন ব্যাংকিং’ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

গভর্নর বলেন, কিছু অনিয়মের কারণে অর্জনগুলো মলিন হয়ে যায়। তবে ব্যাংকিং খাতের অনিয়মের কারণেই শুধু নয়, কিছু ঋণগ্রহণকারীর উচ্চাকাঙ্ক্ষাও ব্যাংকিং খাতের ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে ব্যাংক কর্মকর্তার যোগসাজশ এবং প্রভাবশালী খেলাপির কারণে পুরো অর্থনীতি ঝুঁকিতে পড়ছে।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির সক্ষমতা নিয়মিত বাড়ানো হচ্ছে। এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ব্যাংকব্যবস্থা নজরদারির ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি আলাদা বিভাগ কাজ করছে।

সরকারের সহযোগিতায় সবসময়ই বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি, অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর। ব্যাংকিং খাত যাতে আইন-কানুনের মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয় তার সার্বক্ষণিক তদারকি করছে কেন্দ্রীয় ব্যাংক বলে জানান গভর্নর।

নুরুল মতিন মেমোরিয়াল লেকাচারের মাধ্যমে তরুণ ব্যাংকাররা সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন এবং ব্যাংকিং খাতে আরও পেশদারিত্ব দিকে অগ্রসর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ বছর নুরুল মতিন মেমোরিয়াল লেকচার দেন জন্মগতভাবে বাংলাদেশি অর্থনীতিবিদ বিশ্বব্যাংক ভারতের কান্ট্রি ডিরেক্টর ড. জুনায়েদ কামাল আহমাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের মহাপরিচালক আব্দুর রহিম।

এসআই/বিএ

আরও পড়ুন