ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৩৩ হাজার টাকায় ব্যাংকক ভ্রমণের সুযোগ

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৭ আগস্ট ২০১৫

চতুর্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ‘ড্রিম ওয়ার্ল্ডে’ চলছে আকর্ষণীয় ডিসকাউন্টে ভ্রমণ প্যাকেজ। ভ্রমণ পিপাসুদের জন্যে দেশ বিদেশের ২৫টি দর্শনীয় পর্যটন শহর কেন্দ্রিক সাজানো হয়েছে প্যাকেজগুলো। সময়ের সাথে তাল মিলিয়ে প্যাকেজগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে। মেলার প্রথম দিনে ‘ড্রিম ওয়ার্ল্ডে’র ৯৬, ৯৭, ৯৮ ও ৯৯ চারটি স্টলেই ছিল উপচে পড়া ভিড়।

ড্রিম ওয়ার্ল্ডের কাউন্সিলর ফারহা নাছরিন খাঁন জাগো নিউজকে জানান, দেশে-বিদেশে অনেক প্রতিষ্ঠান প্যাকেজ ট্যুর অপারেটর আছে। আমরা অন্যদের মতো না। ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক শহরেই আমাদের অফিস ও জনবল রয়েছে। নিজস্ব ট্রান্সপোর্ট ও আবাসন সুবিধা থাকায় আমাদের গ্রাহকরা অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করেন।

প্যাকেজের মূল্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাছরিন খাঁন বলেন, দেশ বিদেশের ২৫টি দর্শনীয় পর্যটন শহর কেন্দ্রীক সাজানো হয়েছে আমাদের কোম্পানির প্যাকেজগুলো। এরমধ্যে আধুনিক পর্যটন নগরী ব্যাংককে ৩দিন ২রাত কাটানোর প্যাকেজের মুল্য ধরা হয়েছে ৩৩ হাজার টাকা। মালয়েশিয়া-ব্যাংককে ৫দিন ৪রাত ৪৯ হাজার ৫শত টাকা। মালয়েশিয়া-সিঙ্গাপুরে ৫দিন ৪রাত ৫৭ হাজার ৫শত টাকা।

মালয়েশিয়া ৩দিন ২দিন রাত ৩৬ হাজার ৫শত টাকা। মালয়েশিয়া-লংকাউয়ি ৬দিন ৩রাত ৫৮ হাজার ৫শত টাকা। ইস্তাম্বুল-তুর্কি ৫দিন ৪রাত ১লাখ ২৪ হাজার ৫’শ টাকা। শ্রীলংকা ৫৮ হাজার ৫শ টাকা। চায়না-কুনমিং ৩দিন ২রাত ৬২ হাজার ৫শ টাকা। নিউইয়র্কে ৭দিন ৬ রাত ২লাখ ৮৫ হাজার টাকা। বিশেষ শর্তে ভিসাও করে দেয় উক্ত প্রতিষ্ঠান।

আরএম/এসকেডি/এমআরআই